প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Aug 2025, 10:07 PM
স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হ্যাপী বণিক (৪৭)। গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়গ্রাম নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হ্যাপী বণিক উপজেলার ব্রাহ্মণপাড়া সদর বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত বণিকের স্ত্রী। রঞ্জিত বণিক স্থানীয় অনিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী হিসেবে পরিচিত।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন রঞ্জিত বণিক তার স্ত্রীকে নিয়ে কুমিল্লায় চিকিৎসার কাজে যান। চিকিৎসা শেষে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। চলাচল অনুপযোগী কুমিল্লা-মিরপুর সড়কের পরিবর্তে তারা কুমিল্লা-বাগড়া সড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ছয়গ্রাম এলাকায় একটি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনাবশত হ্যাপী বণিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। প্রচণ্ড আঘাতে মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক হ্যাপী বণিককে মৃত ঘোষণা করেন।
হ্যাপী বণিকের অকাল মৃত্যুতে স্বজন ও স্থানীয় ব্যবসায়ী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার অনেকে জানান, তিনি ছিলেন ভদ্র, পরোপকারী ও হাসিখুশি স্বভাবের মানুষ। পরিবারে স্নেহশীল স্ত্রী ও সমাজে বন্ধুবৎসল একজন নারী হিসেবে তার পরিচিতি ছিল।
ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ী সমিতির একাধিক সদস্য জানান, এই দুর্ঘটনায় পুরো বাজার ও স্থানীয় সমাজ এক ধরনের শোকাভিভূত হয়ে পড়েছে। ব্যবসায়ী নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, কুমিল্লা-মিরপুর সড়ক দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী। ফলে লোকজন বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করেন। অথচ এসব বিকল্প সড়কও ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত। ছয়গ্রামের যে ব্রিজে দুর্ঘটনাটি ঘটে, সেটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলেন, “সড়ক সংস্কারের অভাব আর অব্যবস্থাপনা না থাকলে হয়তো হ্যাপী বণিক আজ প্রাণ হারাতেন না।”
মানুষের দাবি—এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কগুলো সংস্কার করতে হবে এবং বিকল্প সড়কগুলোও নিরাপদ করতে হবে।
হ্যাপী বণিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সবার একটাই দাবি, সড়ক নিরাপত্তায় সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিকম্পে কুবির ফয়জুন্নেছা হল কেঁপে উঠল: দেয়ালে ফাটল, শিক্ষা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ভূমিকম্পের ধাক্কায় নিচতলার কর্নারে ওয়াশরুমের...
ভারতজয়ের উচ্ছ্বাস পেছনে ফেলে দেশের টানেই শামিত–হামজার বিদায়,...
ভারতকে হারানোর উৎসবমুখর রাত যেন এখনো ভাসছে ফুটবলপ্রেমীদের মনে। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই...
ভূমিকম্পে টালমাটাল জাতীয় গ্রিড: সাত বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তবু...
ঢাকায় ভোরের স্থিরতা কাঁপিয়ে দেওয়া শক্তিশালী ভূমিকম্প যেন মুহূর্তেই বদলে দিল দেশের বিদ্যুৎ পরিস্থিতি।...
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস: বীরদের সম্মানে গৌরব...
কুমিল্লা সেনানিবাস ২১ নভেম্বর শুক্রবার বিকেলে পরিণত হয়েছিল বীরত্ব, স্মৃতি আর গৌরবের এক অনন্য মিলনমেল...
ভূমিকম্পের পর জাতিকে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা—“নিরাপত্ত...
দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর মানুষের মনে যে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে সরকার স...
২৬ সেকেন্ডের দোলা, তিন জেলার শোক—বাংলাদেশের সাম্প্রতিক ইতিহা...
ছুটির দিনের সকালটা ছিল পুরোপুরি স্বাভাবিক। হঠাৎ ১০টা ৩৮ মিনিটে সারা দেশকে নাড়িয়ে দিল এক প্রচণ্ড কম্প...
কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমন, ট্রাফ...
কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত...
কুমিল্লা জেলা কারাগারের আরপি গেইটে গাঁজাসহ দর্শনার্থী আটক, ম...
কুমিল্লা জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িতেই ধরা পড়লো গাঁজাসহ এক দর্শনার্থী। বৃহস্পতিবার কা...
“বিদ্যার্থীর জীবন কেড়ে নিল বডি শ্যামিং: ঢাকার এক বিশ্ববিদ্য...
২০ নভেম্বর রোজ বৃহস্পতিবার একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়...
চিঠি ইসরাত মুনতাহা
ছোট একখানি স্বপন ছিল আমার, চিঠির...
‘২৫৬ কোটি’ প্রশ্নের মুখে সাকিব—দুদকে হাজিরার নোটিশ
জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান এবার শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে আলোচনার কে...
দুই মাসের লড়াই থামিয়ে চলে গেলেন তাসমানিয়া প্রভা—কুবির মেধাবী...
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজ শোকে স্তব্ধ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ম...