প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Aug 2025, 9:55 PM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় চুরি ও ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় অশোকতলা এলাকার বিসিক শিল্পনগরীর ফুলমতি ভবনে অবস্থিত জান্নাত ফুড ফ্যাক্টরিতে এ নৃশংস ঘটনাটি ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সায়েম নগরীর সদর দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত সায়েম দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সে জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার টাকা নিতে যায়। এ সময় ফ্যাক্টরির কর্মচারীরা তাকে ধরে মারধর করে এবং ভবনের ভেতরে আটকে রাখে। খবর পেয়ে তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এলে হট্টগোল সৃষ্টি হয়। পরে এলাকাবাসীও জড়ো হয়ে যায় এবং তারা পুনরায় সায়েমকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে অপর একটি সূত্র জানিয়েছে, বিকেলে সায়েম ওই এলাকায় একটি দোকান থেকে পণ্য কিনতে গেলে স্থানীয়রা তাকে আটক করে এবং সন্দেহজনকভাবে পিটুনি দেয়। পরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সায়েমের সহযোগী ও স্থানীয় কিছু যুবক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এমনকি উত্তেজিত যুবকরা পুলিশের গাড়িতে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শিল্পনগরী এলাকায় টহল জোরদার করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সায়েমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা দাবি করেছে, নিহত যুবক এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিল্পনগরী বিসিক এলাকা সাধারণত ব্যস্ত একটি অঞ্চল, যেখানে বহু ফ্যাক্টরি ও ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা কতটা ভয়াবহ। অপরাধী হলেও তাকে আইনের হাতে সোপর্দ করার পরিবর্তে গণপিটুনির মাধ্যমে হত্যা শুধু আইনের শাসনকে দুর্বলই করছে না, সমাজে অরাজকতার পরিবেশও সৃষ্টি করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিকম্পে কুবির ফয়জুন্নেছা হল কেঁপে উঠল: দেয়ালে ফাটল, শিক্ষা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ভূমিকম্পের ধাক্কায় নিচতলার কর্নারে ওয়াশরুমের...
ভারতজয়ের উচ্ছ্বাস পেছনে ফেলে দেশের টানেই শামিত–হামজার বিদায়,...
ভারতকে হারানোর উৎসবমুখর রাত যেন এখনো ভাসছে ফুটবলপ্রেমীদের মনে। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই...
ভূমিকম্পে টালমাটাল জাতীয় গ্রিড: সাত বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তবু...
ঢাকায় ভোরের স্থিরতা কাঁপিয়ে দেওয়া শক্তিশালী ভূমিকম্প যেন মুহূর্তেই বদলে দিল দেশের বিদ্যুৎ পরিস্থিতি।...
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস: বীরদের সম্মানে গৌরব...
কুমিল্লা সেনানিবাস ২১ নভেম্বর শুক্রবার বিকেলে পরিণত হয়েছিল বীরত্ব, স্মৃতি আর গৌরবের এক অনন্য মিলনমেল...
ভূমিকম্পের পর জাতিকে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা—“নিরাপত্ত...
দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর মানুষের মনে যে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে সরকার স...
২৬ সেকেন্ডের দোলা, তিন জেলার শোক—বাংলাদেশের সাম্প্রতিক ইতিহা...
ছুটির দিনের সকালটা ছিল পুরোপুরি স্বাভাবিক। হঠাৎ ১০টা ৩৮ মিনিটে সারা দেশকে নাড়িয়ে দিল এক প্রচণ্ড কম্প...
কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমন, ট্রাফ...
কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত...
কুমিল্লা জেলা কারাগারের আরপি গেইটে গাঁজাসহ দর্শনার্থী আটক, ম...
কুমিল্লা জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িতেই ধরা পড়লো গাঁজাসহ এক দর্শনার্থী। বৃহস্পতিবার কা...
“বিদ্যার্থীর জীবন কেড়ে নিল বডি শ্যামিং: ঢাকার এক বিশ্ববিদ্য...
২০ নভেম্বর রোজ বৃহস্পতিবার একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়...
চিঠি ইসরাত মুনতাহা
ছোট একখানি স্বপন ছিল আমার, চিঠির...
‘২৫৬ কোটি’ প্রশ্নের মুখে সাকিব—দুদকে হাজিরার নোটিশ
জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান এবার শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে আলোচনার কে...
দুই মাসের লড়াই থামিয়ে চলে গেলেন তাসমানিয়া প্রভা—কুবির মেধাবী...
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজ শোকে স্তব্ধ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ম...