প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 5 Sep 2025, 9:00 PM
ইব্রাহিম খলিল।।
বিশ্বের মুসলিম উম্মাহর কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। ১২ই রবিউল আউয়াল—এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন মানবতার মুক্তিদূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। আবার একই দিনে তিনি ইন্তেকালও করেন। তাই এ দিনটি শুধু আনন্দের নয়, বেদনাবিধুর স্মৃতিও বয়ে আনে।
নবীজির আগমন : অন্ধকারে আলোর দিশারী
১৪০০ বছরেরও বেশি আগে আরবের মরুভূমি ছিল অন্যায়, অবিচার, অজ্ঞতা আর কুসংস্কারের আঁধারে ঢেকে। নারী ছিল অবহেলিত, দুর্বলকে গলা টিপে মেরে ফেলাই ছিল প্রবল শক্তির অহংকার। এমন এক অমানবিক সময়ে নবীজির জন্ম হয়। তাঁর আগমন পৃথিবীজুড়ে মানবতার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে।
তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের ডাক দিয়েছেন, মানুষে মানুষে ভ্রাতৃত্ব, দয়া, সহমর্মিতা, ন্যায় ও সত্যের শিক্ষা দিয়েছেন। তাঁর জীবনবাণী শুধু মুসলমানদের জন্য নয়—সমস্ত মানবজাতির মুক্তির পথপ্রদর্শক।
উদযাপন ও তাৎপর্য
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত, দোয়া-মাহফিল, মিলাদ, শোভাযাত্রা এবং ইসলামের দাওয়াতি কর্মসূচির আয়োজন করা হয়।
কেউ কেউ এ দিনে রোজা রাখেন, কেউবা দরিদ্র-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এর সবকিছুর মূল উদ্দেশ্য হলো—নবীজির দেখানো পথে চলা, তাঁর গুণাবলি অনুসরণ করা এবং সমাজে শান্তি-ভ্রাতৃত্ব ছড়িয়ে দেওয়া।
নবীজির শিক্ষা : আমাদের করণীয়
ঈদে মিলাদুন্নবীর আসল শিক্ষা হলো—নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। তিনি বলেছেন,
-
“তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।”
-
তিনি ক্ষমার দৃষ্টান্ত রেখে গেছেন; যারা তাঁকে কষ্ট দিয়েছে, তাদের জন্যও দোয়া করেছেন।
-
তিনি শিখিয়েছেন সততা, ন্যায়পরায়ণতা, নারী-পুরুষের মর্যাদা রক্ষা ও পরিবেশ সংরক্ষণ পর্যন্ত।
আজকের দিনে প্রাসঙ্গিকতা
বর্তমান সমাজে ঘৃণা, হানাহানি, সহিংসতা, অনৈতিকতা দিন দিন বাড়ছে। এই সময়ে নবীজির শিক্ষা—শান্তি, ভ্রাতৃত্ব আর মানবতার বার্তা—আমাদের পথ দেখাতে পারে। ঈদে মিলাদুন্নবী কেবল এক দিনের আনুষ্ঠানিকতা নয়, এটি হওয়া উচিত নবীজির আদর্শে নিজেকে গড়ে তোলার অঙ্গীকারের দিন।
ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের মনে করিয়ে দেয়, মানবতার কল্যাণে সত্যের পথে অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দয়া-ভালোবাসায় পৃথিবীকে ভরিয়ে তোলার শিক্ষা। এ দিন হোক আলোর শপথ গ্রহণের দিন, হোক নবীজির দেখানো শান্তি-মানবতার পথে চলার অঙ্গীকার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জকসু নির্বাচনেও শিবিরের নিরঙ্কুশ জয় বিএনপির জন্য কী অশনিসংকে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনেও প্রত্যাশার বাইরে গিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছ...
মায়ের স্বপ্নে দেখা কবরেই মিলল শহীদ সোহেল, ফরেনসিক মিলনের অবি...
রাজধানীতে ২০২৪ সালের জুলাইয়ে সহিংসতার মধ্যে পুলিশের গুলিতে নিহত হন সোহেল নামের এক যুবক। ঘটনার পর তার...
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাসে আগুন দুই শিশু...
কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ৯ জানুয়ারি রোজ শুক্রবার দুপুর...
মুসাব্বির হত্যায় রহস্য ঘনীভূত, নতুন ভিডিও ফুটেজে আশার আলো
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার...
কুমিল্লা–৪ এ মনোনয়ন নিয়ে মুখোমুখি লড়াই, ইসিতে পাল্টাপাল্টি আ...
কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে নির্বাচনী লড়াইয়ের আগে শুরু হয়েছে মনোনয়ন ঘিরে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন।...
খালেদা জিয়ার কবরে মনিরুল হক চৌধুরীর শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ার...
বিএনপি কার্যালয়ে কূটনৈতিক উপস্থিতি, তারেক রহমানের সঙ্গে পাকি...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হা...
বিএনপিতে নেতৃত্বের সন্ধিক্ষণ, আজ রাতের বৈঠকে বড় সিদ্ধান্ত
বিএনপির রাজনীতিতে আসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক মোড়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্থ...
কুমিল্লায় ‘পক্ষপাতের ছায়া’ অভিযোগ, পুলিশ সুপার অপসারণ চেয়ে স...
নির্বাচনকে ঘিরে কুমিল্লায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...
কুমিল্লা সদর-৬ এ বরফ গলছে বিএনপিতে, একমঞ্চে ইয়াছিন–সাক্কু
কুমিল্লা সদর-৬ আসনে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যের পথে এগোচ্ছে বিএনপি। দলের দুই প্রভাবশা...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া স্মরণে শোকসভা, ১২ জানুয়ারি...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাপ্র...
আগামীকাল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কঠোর নিরাপত্তা...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রব...