প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আইন ও আদালত | প্রকাশ: 20 Aug 2025, 11:33 PM
তাপস সরকার।।
কুমিল্লা তিতাসে সাময়ন @ আরিয়ানকে হত্যা অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড; আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল পাঠান হলেন- কুমিল্লা তিতাস উপজেলার বিরামকান্দি পাঠান বাড়ী'র মোঃ খেলু পাঠানের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি শেফালী আক্তার (৪৩) হলেন একই উপজেলার কলাকান্দি উত্তর পাড়া মাষ্টার বাড়ীর জামাল মিয়ার স্ত্রী।
মামলার বিবরণে জানাযায়- পূর্ব আক্রোশের বশবর্তী হইয়া আসামিরা পরষ্পর যোগসাজশে ভিকটিম সায়মন @ আরিয়ান (৭) কে হত্যা করিয়া কলাকান্দি বালুর মাঠে (কাঁশ বনে) লাশ গুম করে। জানা যায়- ২০২৩ সালের ১৮ আগস্ট বিকেলবেলা ভিকটিম সায়মন @ আরিয়ান আসামি শেফালী আক্তারের ছেলে রাফি'র সাথে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়ে বাড়ীতে ফিরে না আসায় বাদীনি তাঁর আত্মীয় স্বজনের সহায়তায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি না পেয়ে বাদীনি তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এবং পরদিন ঘটনাস্থলে ভিকটিমের অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২০২৩ সালের ২০ আগস্ট নিহতের গর্ভধারিনী মাতা খোর্শেদা আক্তার (৪০) বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ নয়ন মিয়া ও সাব-ইন্সপেক্টর মোঃ জাহিদুল হক এবং জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর জীবন বিশ্বাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০২৩ সালের ২২ আগস্ট আসামি শেফালী আক্তার ও একই বছর ৩১ ডিসেম্বর আসামি মোঃ বিল্লাল পাঠানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করিলে আসামি মোঃ বিল্লাল পাঠান ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তৎপর তদন্তকারী কর্মকর্তা জীবন বিশ্বাস ২০২৪ সালের ৮ অক্টোবর আসামি বিল্লাল পাঠান ও শেফালী আক্তার এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে আসিলে চলতি বছর ২৭ ফেব্রুয়ারী তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জগঠনক্রমে রাষ্ট্র পক্ষে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ বিল্লাল পাঠান এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মহামান্য হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ২০১ ধারার বিধানমতে তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে আরও উল্লেখ করেন যে, মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আসামিকে গলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হল।
আসামি শেফালী আক্তার এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদয়ের আরো ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ২০১ ধারার বিধানমতে তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায়ে আরও উল্লেখ করেন যে, আসামি শেফালীর উভয় দণ্ড একসাথে চলবে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন বলেন, শালি-দুলাভাইয়ের অন্তরঙ্গ মুহুর্ত দেখে পেলায় আসামিরা পরষ্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে শিশু সায়মন @ আরিয়ানকে হত্যা করে। আমরা আশা করছি শীঘ্রই উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ‘পক্ষপাতের ছায়া’ অভিযোগ, পুলিশ সুপার অপসারণ চেয়ে স...
নির্বাচনকে ঘিরে কুমিল্লায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...
কুমিল্লা সদর-৬ এ বরফ গলছে বিএনপিতে, একমঞ্চে ইয়াছিন–সাক্কু
কুমিল্লা সদর-৬ আসনে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যের পথে এগোচ্ছে বিএনপি। দলের দুই প্রভাবশা...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া স্মরণে শোকসভা, ১২ জানুয়ারি...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাপ্র...
আগামীকাল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কঠোর নিরাপত্তা...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রব...
৪–২০ জানুয়ারি দেশজুড়ে জাতীয় শিক্ষা সপ্তাহ, প্রতিষ্ঠানপ্রধানদ...
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপনকে ঘিরে দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্র...
জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর একচেটিয়া দখল, নেতৃত্...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন–২০২৫-এর ফলাফল স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে একটি প্যানে...
চৌদ্দগ্রামে সড়কে প্রাণ ঝরে গেল ২০ বছরের তরুণের
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খালিদ হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার...
ঋণখেলাপি তকমা থাকলেও আদালতের ছায়ায় নির্বাচনের মাঠে ৩১ প্রার্...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চমকপ্রদ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্য...
দ্বন্দের ছন্দ ইসরাত মুনতাহা
কাছে গেলে মায়া বাড়ে,দূরে গেলে ঘৃণা ধরে। পারিনা একশর্তে থাকতে স্থির, দিন দিন নিজের চিন্তায়...
‘গণভোটে হ্যাঁ’ চাইলেন এনসিপির হাসনাত, স্বাধীনতা ও দুর্নীতিমু...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের...
তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ
ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদ...
মুস্তাফিজ বাদের পর নিরাপত্তা উদ্বেগ, ভারত যাওয়ার বিষয়ে দ্বিধ...
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে নতুন সংশয়। সম্প্রতি আ...