
প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আইন ও আদালত | প্রকাশ: 20 Aug 2025, 11:33 PM

তাপস সরকার।।
কুমিল্লা তিতাসে সাময়ন @ আরিয়ানকে হত্যা অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড; আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল পাঠান হলেন- কুমিল্লা তিতাস উপজেলার বিরামকান্দি পাঠান বাড়ী'র মোঃ খেলু পাঠানের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি শেফালী আক্তার (৪৩) হলেন একই উপজেলার কলাকান্দি উত্তর পাড়া মাষ্টার বাড়ীর জামাল মিয়ার স্ত্রী।
মামলার বিবরণে জানাযায়- পূর্ব আক্রোশের বশবর্তী হইয়া আসামিরা পরষ্পর যোগসাজশে ভিকটিম সায়মন @ আরিয়ান (৭) কে হত্যা করিয়া কলাকান্দি বালুর মাঠে (কাঁশ বনে) লাশ গুম করে। জানা যায়- ২০২৩ সালের ১৮ আগস্ট বিকেলবেলা ভিকটিম সায়মন @ আরিয়ান আসামি শেফালী আক্তারের ছেলে রাফি'র সাথে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়ে বাড়ীতে ফিরে না আসায় বাদীনি তাঁর আত্মীয় স্বজনের সহায়তায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি না পেয়ে বাদীনি তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এবং পরদিন ঘটনাস্থলে ভিকটিমের অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২০২৩ সালের ২০ আগস্ট নিহতের গর্ভধারিনী মাতা খোর্শেদা আক্তার (৪০) বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ নয়ন মিয়া ও সাব-ইন্সপেক্টর মোঃ জাহিদুল হক এবং জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর জীবন বিশ্বাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০২৩ সালের ২২ আগস্ট আসামি শেফালী আক্তার ও একই বছর ৩১ ডিসেম্বর আসামি মোঃ বিল্লাল পাঠানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করিলে আসামি মোঃ বিল্লাল পাঠান ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তৎপর তদন্তকারী কর্মকর্তা জীবন বিশ্বাস ২০২৪ সালের ৮ অক্টোবর আসামি বিল্লাল পাঠান ও শেফালী আক্তার এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে আসিলে চলতি বছর ২৭ ফেব্রুয়ারী তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জগঠনক্রমে রাষ্ট্র পক্ষে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ বিল্লাল পাঠান এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মহামান্য হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ২০১ ধারার বিধানমতে তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে আরও উল্লেখ করেন যে, মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আসামিকে গলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হল।
আসামি শেফালী আক্তার এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদয়ের আরো ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ২০১ ধারার বিধানমতে তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায়ে আরও উল্লেখ করেন যে, আসামি শেফালীর উভয় দণ্ড একসাথে চলবে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন বলেন, শালি-দুলাভাইয়ের অন্তরঙ্গ মুহুর্ত দেখে পেলায় আসামিরা পরষ্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে শিশু সায়মন @ আরিয়ানকে হত্যা করে। আমরা আশা করছি শীঘ্রই উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ভোরের ওই শিশিরে ...মোহাম্মদ সোহরাব হোসেন
কেটে যায় মোর দিন-রাত আধাঁর এক কুটিরে &nb...

কুমিল্লা ময়নামতি কালী মন্দিরে শ্যামাপূজা ও মহানাম সংকীর্তন ২...
তাপস চন্দ্র সরকার, ।। আসছে ২০ ও ২১ অক্টোবর সোম ও মঙ্গলবার দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যদি...

কুমিল্লা পলিটেনিক ইন্সটিটিউট আর্ন্তজাতিক শান্তি দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদককুমিল্লা পলিটেনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রæপের আয়োজনে আর্ন্তজাতিক শান্তি দিবস উদয...

প্রথমবারের মতো কুমিল্লায় মহালয়া উৎসবে হাজারো ভক্ত-শ্রোতার সম...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। বিপুল উৎসাহউদ্দীপনায় আনন্দঘন পরিবেশে কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষা...

শুভ মহালয়া আজ
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আজ ২১ সেপ্টেম্বর রোববার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্...

কুমিল্লায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল পূজা কমিটির সাথে মতব...
তাপস চন্দ্র সরকার।। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে...

মোহামেডানকে হারিয়ে মওসুম শুরু বসুন্ধরা কিংসের
তাপস চন্দ্র সরকার।। ফুটেজ ইনজেস্টে ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপ...

দূর্গোৎসব উদযাপন উপলক্ষে মনোহরগঞ্জ বুড়া কালীবাড়িতে প্রতিযোগি...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।আসছে ২৮ সেপ্টেম্বর বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্...

কুমিল্লা সদর দক্ষিণে গলিয়ারা ইউনিয়ন ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের মধ্যে ফুটবল ফাইনাল খেলা...

চান্দিনায় ‘নিজেরা করি’র উদ্যোগে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প “নিজেরা করি”, কুমিল্লা টিমের আয়ো...

কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়
হিন্দুদের পূজার অনুষ্ঠানে জামাত নেতা উপস্থিত হয়ে শুভেচ্ছা প্রদান ইব্রাহিম খলিল ।।কুমিল্লা সদর...

কুমিল্লার হোমনায় মহানবী (সাঃ) কে কটূক্তি কেন্দ্র করে উত্তেজন...
কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করা...
