প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আইন ও আদালত | প্রকাশ: 20 Aug 2025, 11:33 PM
তাপস সরকার।।
কুমিল্লা তিতাসে সাময়ন @ আরিয়ানকে হত্যা অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড; আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল পাঠান হলেন- কুমিল্লা তিতাস উপজেলার বিরামকান্দি পাঠান বাড়ী'র মোঃ খেলু পাঠানের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি শেফালী আক্তার (৪৩) হলেন একই উপজেলার কলাকান্দি উত্তর পাড়া মাষ্টার বাড়ীর জামাল মিয়ার স্ত্রী।
মামলার বিবরণে জানাযায়- পূর্ব আক্রোশের বশবর্তী হইয়া আসামিরা পরষ্পর যোগসাজশে ভিকটিম সায়মন @ আরিয়ান (৭) কে হত্যা করিয়া কলাকান্দি বালুর মাঠে (কাঁশ বনে) লাশ গুম করে। জানা যায়- ২০২৩ সালের ১৮ আগস্ট বিকেলবেলা ভিকটিম সায়মন @ আরিয়ান আসামি শেফালী আক্তারের ছেলে রাফি'র সাথে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়ে বাড়ীতে ফিরে না আসায় বাদীনি তাঁর আত্মীয় স্বজনের সহায়তায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি না পেয়ে বাদীনি তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এবং পরদিন ঘটনাস্থলে ভিকটিমের অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২০২৩ সালের ২০ আগস্ট নিহতের গর্ভধারিনী মাতা খোর্শেদা আক্তার (৪০) বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ নয়ন মিয়া ও সাব-ইন্সপেক্টর মোঃ জাহিদুল হক এবং জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর জীবন বিশ্বাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০২৩ সালের ২২ আগস্ট আসামি শেফালী আক্তার ও একই বছর ৩১ ডিসেম্বর আসামি মোঃ বিল্লাল পাঠানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করিলে আসামি মোঃ বিল্লাল পাঠান ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তৎপর তদন্তকারী কর্মকর্তা জীবন বিশ্বাস ২০২৪ সালের ৮ অক্টোবর আসামি বিল্লাল পাঠান ও শেফালী আক্তার এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে আসিলে চলতি বছর ২৭ ফেব্রুয়ারী তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জগঠনক্রমে রাষ্ট্র পক্ষে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ বিল্লাল পাঠান এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মহামান্য হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ২০১ ধারার বিধানমতে তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে আরও উল্লেখ করেন যে, মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আসামিকে গলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হল।
আসামি শেফালী আক্তার এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদয়ের আরো ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ২০১ ধারার বিধানমতে তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায়ে আরও উল্লেখ করেন যে, আসামি শেফালীর উভয় দণ্ড একসাথে চলবে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন বলেন, শালি-দুলাভাইয়ের অন্তরঙ্গ মুহুর্ত দেখে পেলায় আসামিরা পরষ্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে শিশু সায়মন @ আরিয়ানকে হত্যা করে। আমরা আশা করছি শীঘ্রই উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিকম্পে কুবির ফয়জুন্নেছা হল কেঁপে উঠল: দেয়ালে ফাটল, শিক্ষা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ভূমিকম্পের ধাক্কায় নিচতলার কর্নারে ওয়াশরুমের...
ভারতজয়ের উচ্ছ্বাস পেছনে ফেলে দেশের টানেই শামিত–হামজার বিদায়,...
ভারতকে হারানোর উৎসবমুখর রাত যেন এখনো ভাসছে ফুটবলপ্রেমীদের মনে। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই...
ভূমিকম্পে টালমাটাল জাতীয় গ্রিড: সাত বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তবু...
ঢাকায় ভোরের স্থিরতা কাঁপিয়ে দেওয়া শক্তিশালী ভূমিকম্প যেন মুহূর্তেই বদলে দিল দেশের বিদ্যুৎ পরিস্থিতি।...
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস: বীরদের সম্মানে গৌরব...
কুমিল্লা সেনানিবাস ২১ নভেম্বর শুক্রবার বিকেলে পরিণত হয়েছিল বীরত্ব, স্মৃতি আর গৌরবের এক অনন্য মিলনমেল...
ভূমিকম্পের পর জাতিকে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা—“নিরাপত্ত...
দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর মানুষের মনে যে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে সরকার স...
২৬ সেকেন্ডের দোলা, তিন জেলার শোক—বাংলাদেশের সাম্প্রতিক ইতিহা...
ছুটির দিনের সকালটা ছিল পুরোপুরি স্বাভাবিক। হঠাৎ ১০টা ৩৮ মিনিটে সারা দেশকে নাড়িয়ে দিল এক প্রচণ্ড কম্প...
কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমন, ট্রাফ...
কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত...
কুমিল্লা জেলা কারাগারের আরপি গেইটে গাঁজাসহ দর্শনার্থী আটক, ম...
কুমিল্লা জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িতেই ধরা পড়লো গাঁজাসহ এক দর্শনার্থী। বৃহস্পতিবার কা...
“বিদ্যার্থীর জীবন কেড়ে নিল বডি শ্যামিং: ঢাকার এক বিশ্ববিদ্য...
২০ নভেম্বর রোজ বৃহস্পতিবার একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়...
চিঠি ইসরাত মুনতাহা
ছোট একখানি স্বপন ছিল আমার, চিঠির...
‘২৫৬ কোটি’ প্রশ্নের মুখে সাকিব—দুদকে হাজিরার নোটিশ
জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান এবার শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে আলোচনার কে...
দুই মাসের লড়াই থামিয়ে চলে গেলেন তাসমানিয়া প্রভা—কুবির মেধাবী...
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজ শোকে স্তব্ধ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ম...