
প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2025, 11:32 PM

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
কুমিল্লা চান্দিনা উপজেলাধীন ডুমুরিয়া গ্রামের সন্তান অমিত কুমার সরকার। পেশায় একজন ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে বড় অমিত। ছোটভাই আশিক সরকার গেলো তিন বছর আগে না ফেরার দেশে চলে গেছেন। বাবা দিলীপ সরকার একজন প্রবাসী এবং মা রাধা রাণী সরকার গৃহিণী। তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন অমিত। তাকে আঁকড়ে ধরে ছোট ছেলের শোক প্রতিনিয়ত ভুলার চেষ্টা বাবা-মার।
এদিকে, একমাত্র ছেলে অমিতকে ধুমধাম করে বিয়ে করানোর স্বপ্ন নিয়ে দীর্ঘ ৩০ বছরের প্রবাসী জীবনের ইতি টেনে দেশে ফেরেন বাবা দিলীপ। অবশেষে বিয়ে ঠিক হয় নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভিংরাব গ্রামে।
পঞ্জিকার তিথি অনুযায়ী ১৫ শ্রাবণ (৩১ জুলাই ২০২৫) বৃহস্পতিবার অমিতের বিয়ের দিন পাকা হয় গত তিন মাস আগে। সেই অনুযায়ী বুধবার গ্রামের বাড়িতে চলে অমিতের গাঁয়ে হলুদ। পরদিন বৃহস্পতিবার সকালে বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্রের সাথে সানাইয়ের সুর। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অতিথিদের উপস্থিতিতে যেন ভরপুর ছোট্ট বাড়ি।
বিকেলে মঙ্গল ঘট স্থাপন করে সন্ধ্যায় ধুতি ও পাঞ্জাবির সাথে মাথায় মুকুট পড়ে চন্দনের ফোঁটায় বর সেঁজে মায়ের কোল ছেড়ে রওয়ানা হন অমিত। বরযাত্রী নিয়ে রূপগঞ্জের উদ্দেশে ছুটে অমিতের গাড়িবহর। নতুন বউ নিয়ে ছেলে বাড়ি ফিরবে এ স্বপ্ন নিয়ে বসে প্রহর গুণছেন মা রাধা রাণী।
রাত তখন ১০টা। বরযাত্রীর গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর পৌঁছার পর বুকের প্রচণ্ড ব্যথা অনুভব হয় অমিতের। দ্রুত গৌরীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। পরে রাত ২টার দিকে কনে বাড়ি পৌঁছার আগেই পরপারে পাড়ি জমান অমিত।
অপরদিকে, কনে বাড়িতে চলছিল বিয়ের ব্যাপক আয়োজন। বরযাত্রী আসছে সেই অপেক্ষার প্রহর গুণছে কনেসহ সবাই। রাত গভীর হওয়ার সাথে বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়তে শুরু হয় সবার। মোবাইলফোনে কল আসতে থাকে বরের অভিভাবকদের কাছে।
ওপাশ থেকে কান্নার ভারী কণ্ঠ। নেই অমিত। নিস্তব্ধ গুটা পরিবার। গুটগুটে অন্ধকারে যেন মিশে গেছে শোকের কালো ছায়া। নিমিষেই গড়িয়ে পড়ে কনের দু’চোখ বেয়ে শত ফোটা আর্তনাদ।
সব কিছু ঠিক থাকলে শুক্রবার (১ আগস্ট) ভোরে সুসজ্জিত প্রাইভেটকারযোগে নতুন বউ নিয়ে বাড়ি ফিরতো অমিত। মা-বাবার দেখা হতো আদুরি বউয়ের মুখ। কিন্তু নিয়তির নির্মমতায় শুক্রবার ভোরে সুসজ্জিত প্রাইভেটকারের জায়গায় অ্যাম্বুলেন্সযোগে নিথর দেহে একাই বাড়ি ফেরেন অমিত! তখনও মুছেনি কপালে থাকা চন্দনের ফোঁটা। বরবেশে ছেলের সাদা কাপড়ে মোড়ানো দেহ দেখে বাকরূদ্ধ বাবা-মা। শোকে বিহ্বল গোটা পরিবার।
দুপুরে অমিতকে শেষবারের মতো বিদায় দিতে করানো হয় গোসল। আবারো সাজানো হয় নতুন সাজে। ধর্মীয় রীতি অনুস্মরণ করে পারিবারিক সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
তিন বছরের মধ্যে দুই ছেলেকেই হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রাধা রাণী। আর্তনাদের চিৎকারে বলছেন, ‘বাবা তোরা আমাকে কোথায় রেখে গেলি। আমরা এখন কারে নিয়ে বাঁচবো। কী অপরাধ ছিল আমাদের, কেন বুকের ধনকে কেড়ে নিল!
এদিকে, অমিতের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবেগতায়িত হয়ে পড়েন স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা। একই বাড়ির গুরুপদ সরকার কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘বরযাত্রীর গাড়ি বহরে আমিও ছিলাম। বরের গাড়ি অতিক্রম করে আমরা সামনে চলে যাই। কিছুক্ষণ পর বরের প্রাইভেটকারচালক আমাদের গাড়ি চালককে কল করে বলেন গাড়ি ঘুরিয়ে গৌরীপুর আসতে। বর অসুস্থ। রাজধানীর ল্যাবএইডে নেয়ার পর আর বিয়ে বাড়িতে যাওয়া হয়নি...!
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

বাণিজ্য ও সহযোগিতা জোরদারে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে...
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন...

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের টানা অভিযান: ৩৩ জেলে আট...
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌসীমায় চলছে কঠোর অভিযান। ৪ অক্টোবর থেকে ৮...

কুমিল্লা বিভাগ ঘোষণার জন্য দাবি জানাতে হবে- এটাই তো লজ্জার!
মোহাম্মদ আলাউদ্দিন:বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ইতিহাসে একটি নাম বারবার উঠে আসে কুমিল্লা। শি...

পাহাড়িকা এক্সপ্রেসে নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টায় ৫...
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ট্রেনে ঘটে যায় এক লজ্জাজ...

ড. আখতার হামিদ খান স্মরণে বার্ডে শ্রদ্ধার ঢেউ ;পল্লী উন্নয়নে...
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: “গ্রামই উন্নয়নের মূল কেন্দ্র”— এই দর্শনকে জীবনবোধে রূপ দিয়ে যে মানুষ বি...

বরুড়ায় “ওরাই আপনজন”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: সম্মাননা...
কুমিল্লা প্রতিনিধি: মানবিকতা, সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধের অনন্য মেলবন্ধনে কুমিল্লার বরুড়ায় উদযা...

“সুশাসনের জন্য নির্বাচন জরুরি, সরকার ফেয়ার ও ইনক্লুসিভ ভোটের...
: তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।“সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। সরকার ঘোষিত তারিখে এ...

কুমিল্লা বিভাগ — সময়ের দাবি ও বাস্তবতার প্রয়োজন
বাংলাদেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আজ সময়ের সবচেয়ে আলোচিত ও জরুরি প্রসঙ্গ। উন্নয়নকে তৃণমূল পর্যন্ত পৌ...

কুমিল্লায় প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ উপকরণ প্রদ...
তাপস চন্দ্র সরকার (কুমিল্লা)।। কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর আয়োজনে প্রাথমিক...

কুমিল্লা বিভাগ না হলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি বিভাগ ঘোষণার...
কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বর পরিণত হয় জনসমু...

কুমিল্লায় যানজট কমাতে পাঁচ সড়ক সম্প্রসারণের উদ্যোগ
নগরীর তীব্র যানজট নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন। পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক সম্প্...

ইসরায়েল সরকার অনুমোদন করলো ‘গাজা জিম্মি মুক্তি চুক্তির’ কাঠা...
ঢাকা, ১০ অক্টোবর ২০২৫ (বাসস) — ইসরায়েল সরকার শুক্রবার হামাসের সঙ্গে গাজা জিম্মি মুক্তির একটি কাঠামোগ...
