
প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 10:46 PM



মিল্লার লালমাই উপজেলার মনোহরপুর এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করে মাতলামি করার দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ জুন) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরপুর পশ্চিম পাড়ার মোবারক হোসেনের ছেলে মেহেদী হাসান শাকিল (২৩) ও কোনার পাড়ের বিল্লাল হোসেনের ছেলে ওমর ফারুক অপু (২১)।
এলাকাবাসীর হাতে ধরা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার মনোহরপুর পশ্চিম পাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই যুবক মাতলামি শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার ও লালমাই থানা পুলিশের একটি টিম। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসান শাকিলকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুক অপুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’— ইউএনও হিমাদ্রী খীসা
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবীকে দণ্ড দেওয়া হয়েছে। লালমাই উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ প্রকাশ্যে বা গোপনে মাদক সেবন কিংবা বিক্রি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদক সেবনকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাই।”
এলাকাবাসীর প্রশংসা
ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই রায় মাদকসেবীদের জন্য একটি কড়া বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড রোধে সহায়ক হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ক্যাম্পাস বার্তার উচ্চারণ-আবৃত্তি কর্মশালায় উচ্চারিত হলো শব্...
শব্দের শরীরে আলো জ্বলে উঠেছিল একদিন।"ক্যাম্পাস বার্তার উচ্চারণ-আবৃত্তি কর্মশালায় উচ্চারিত হলো শব্দের...

ফেনীতে ছেলেকে হাতকড়া পরা অবস্থায় দেখে স্ট্রোকে পিতার মৃত্যু:...
ফেনীর মডেল থানা প্রাঙ্গণে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। গ্রেপ্তার হওয়া ছেলেকে হাতকড়া পরা অবস্থায় দেখে...

মুরাদনগরে পরকীয়ার জেরে ভাসুরকে হত্যা: প্রেমিকের ঘরে মাটিচাপা...
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের দুই দিন পর ছোট ভাইয়ের স্ত্রীর প্রেমিকের ঘর থেকে মাটিচাপা অবস্থায় উদ্ধার...

বরুড়ায় দিঘির পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত...
কুমিল্লার বরুড়া পৌরসভার সাহারপদুয়া গ্রামে দিঘির পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু শিক্ষার্থীর করুণ ম...

কুমিল্লায় জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে হত্যা: সেপটিক ট্যাংকে...
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগ...

মুরাদনগরে ‘গণপিটুনিতে’ নারী ও দুই সন্তানকে হত্যা: প্রতিশোধ,...
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এক হৃদয়বিদারক গণপিটুনির ঘটনায় রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে...
