প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 19 Oct 2025, 9:11 PM
ইরান—একটি দেশ যেখানে শিয়া ইসলাম রাষ্ট্রধর্ম, কিন্তু ধর্মীয় সহাবস্থানের অনন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছে তেহরানের নতুন একটি মেট্রো স্টেশন। শহরের ব্যস্ত সড়কের নিচে, মরিয়ম মোগাদ্দাস নামের এই স্টেশনটি যেন ধর্ম ও সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল।
‘মরিয়ম মোগাদ্দাস’—ফারসি ভাষায় যার অর্থ ‘পবিত্র মেরি’। স্টেশনটিতে পা রাখলেই মনে হবে আপনি বুঝি কোনো খ্রিস্টান গির্জার অভ্যন্তরে চলে এসেছেন। বিশাল গম্বুজ, খিলানযুক্ত প্রবেশপথ, দেয়ালজুড়ে ধর্মীয় চিত্রকর্ম—সব মিলিয়ে এক পবিত্র ও শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।
এখানে রয়েছে এক শিল্পকর্ম, যেখানে যীশুখ্রিস্টের মা মেরিকে চোখ বন্ধ করে প্রার্থনায় রত অবস্থায় দেখানো হয়েছে। তার মাথার ওপর উড়ছে একটি সাদা ঘুঘু—খ্রিস্টধর্মে যা ‘পবিত্র আত্মা’র প্রতীক। আরেকটি দেয়ালে যীশুর প্রতিকৃতি, যেখান থেকে মনে হয় তিনি ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের প্রতি দৃষ্টি রাখছেন।
এই অনন্য শিল্পভাবনার নেপথ্যে রয়েছেন ইরানি শিল্পী টিনা তারিঘ মেহর। তিনি জানান, "আমরা চেয়েছি এই স্টেশনের প্রতিটি উপাদানে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি ফুটে উঠুক। বিশেষ করে খ্রিস্টধর্মের প্রতি আমাদের সম্মান জানানো এই নকশার মূল উদ্দেশ্য।"
তিনি আরও বলেন, "ঘুঘুটি পবিত্র আত্মার প্রতীক আর জলপাই গাছ শান্তি ও বন্ধুত্বের—এই সব কিছু দিয়েই আমরা একটি বার্তা দিতে চেয়েছি: ধর্ম বিভাজনের নয়, বরং সংযোগের একটি সেতু।"
ইরানে যদিও ইসলামই প্রধান ধর্ম, তবে সংবিধানে খ্রিস্টধর্মসহ জরথুস্ট্রবাদ, ইহুদি ধর্ম এবং সুন্নি ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি এসব ধর্মাবলম্বীদের নিজ নিজ প্রতিনিধিও রয়েছে ইরানি সংসদে।
তেহরানের মেয়র আলিরেজা জাকানি সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, “এই স্টেশন সেই পবিত্র নারীর স্মরণে নির্মিত যিনি তার পবিত্রতা ও এক মহান নবীর মা হিসেবে বিশ্বে আলো জ্বালিয়েছিলেন।”
তিনি আরও যোগ করেন, “এই স্থাপনাটি শুধু একটি যাতায়াতের স্থান নয়, বরং এটি এক ধর্মীয় সহাবস্থানের প্রতীক।”
প্রসঙ্গত, ১৯৯৯ সালে চালু হওয়া তেহরানের মেট্রো এখন ১৬০টিরও বেশি স্টেশন নিয়ে বিস্তৃত। এর মধ্যে অনেক স্টেশনই তাদের নান্দনিক স্থাপত্য, ফার্সি ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণে আলাদা পরিচিতি তৈরি করেছে। তবে মরিয়ম মোগাদ্দাস স্টেশন হয়তো সেই তালিকায় এক নতুন মাত্রা যোগ করল—যেখানে ট্রেন শুধু গন্তব্যে পৌঁছায় না, বরং মানুষের হৃদয়ের মাঝে ধর্মীয় সহনশীলতার বার্তা পৌঁছে দেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মায়ের স্বপ্নে দেখা কবরেই মিলল শহীদ সোহেল, ফরেনসিক মিলনের অবি...
রাজধানীতে ২০২৪ সালের জুলাইয়ে সহিংসতার মধ্যে পুলিশের গুলিতে নিহত হন সোহেল নামের এক যুবক। ঘটনার পর তার...
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাসে আগুন দুই শিশু...
কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ৯ জানুয়ারি রোজ শুক্রবার দুপুর...
মুসাব্বির হত্যায় রহস্য ঘনীভূত, নতুন ভিডিও ফুটেজে আশার আলো
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার...
কুমিল্লা–৪ এ মনোনয়ন নিয়ে মুখোমুখি লড়াই, ইসিতে পাল্টাপাল্টি আ...
কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে নির্বাচনী লড়াইয়ের আগে শুরু হয়েছে মনোনয়ন ঘিরে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন।...
খালেদা জিয়ার কবরে মনিরুল হক চৌধুরীর শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ার...
বিএনপি কার্যালয়ে কূটনৈতিক উপস্থিতি, তারেক রহমানের সঙ্গে পাকি...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হা...
বিএনপিতে নেতৃত্বের সন্ধিক্ষণ, আজ রাতের বৈঠকে বড় সিদ্ধান্ত
বিএনপির রাজনীতিতে আসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক মোড়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্থ...
কুমিল্লায় ‘পক্ষপাতের ছায়া’ অভিযোগ, পুলিশ সুপার অপসারণ চেয়ে স...
নির্বাচনকে ঘিরে কুমিল্লায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...
কুমিল্লা সদর-৬ এ বরফ গলছে বিএনপিতে, একমঞ্চে ইয়াছিন–সাক্কু
কুমিল্লা সদর-৬ আসনে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যের পথে এগোচ্ছে বিএনপি। দলের দুই প্রভাবশা...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া স্মরণে শোকসভা, ১২ জানুয়ারি...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাপ্র...
আগামীকাল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কঠোর নিরাপত্তা...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রব...
৪–২০ জানুয়ারি দেশজুড়ে জাতীয় শিক্ষা সপ্তাহ, প্রতিষ্ঠানপ্রধানদ...
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপনকে ঘিরে দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্র...